গত ২৮-০২-২০১৪ইং তারিখে গ্রাম পাঙ্গাসী বাজারে আদিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রাম বাসির মধ্যে ব্যাপক দাওয়া পালটা দাওয়া হয়। গ্রাম দুটি হলো গ্রাম পাঙ্গাসী ও রামেশ্বরগাতী। এত দুই পখ্ষের ১০ জন করে লোক আহত হয়। এরি ধারাবাহিকতায় ০৪-০৩-২০১৪ তারিখে সকালে গ্রাম পাঙগাসী গ্রামের লোকজন লাঠি সোটা নিয়ে গ্রাম পাঙ্গাসী বাজারে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা রামেশ্বরগাতী গ্রামের ভিতরে প্রবেশ করে বেসকিছু বাড়ি ঘর ভাংচুর করে। এত রামেশ্বরগাতী গ্রামের লোকজন ভয়ে বাড়িঘর ছের চলে যাই। পরিস্থতি সামাল দিতে ঘটনা স্থলে পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম পলিশকে খবর দেয়। পলিশ এসে বেসকিছু রাবার ভুলেট ও টিয়ারসেল ছোড়ে। তাতেই পরিস্থিতি সান্ত না হলে উপজেলা নির্বাহি অফিসার ফিরোজ শাহ এসে ঘটনার বর্বনা শুনে বিচারের আস্বাস দিলে পরিস্থিতি স্থান হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS