ভয়স্ক ভাতা সমাজসেবা অফিসের একটি গুরত্বপুর্ন পদক্ষেপ কারণ গ্রামের অসহায় বৃদ্ধ মানুষের কাছে এটা বিশাল পাওয়া।গ্রামের অনেক বৃদ্ধ বাবা মা আছে যে ছেলে-মেয়ে থাকতেও না খেয়ে বা অনাহারে অনাদরে দিন কাটাতে হয় আর সমাজ সেবা অফিস সেই সব মানুষের কথা বিবেচনা করে এ কার্যক্রম চালু করেছে।কারণ এ থেকে যা আসে তা দিয়ে কিছুটা হলেও উপকারে আসে অসহায় মানুষদের।
তাই এরই ধারাবাহিকতায় সমাজ সেবা অফিস পাঙ্গাসী ইউনিয়নের প্রায় ৬৫৫জন অসহায় বৃদ্ধ বাবা মাকে ভয়স্ক ভাতা প্রাদান করে থাকে।
পাঙ্গাসী ইউনিয়নে ------- জন ভয়স্ক ভাতা কার্ডধারী আছে।
১। আছের আলী
গ্রাম: মিরের দেউল মুড়া, পো: হাট পাঙ্গাসী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
২। কারিমা বেওয়া
গ্রাম: শ্রীদাস গাতী, পো: হাট পাঙ্গাসী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
৩। আকবার আলী
গ্রাম: ডাকঙ্গার পাড়া, পো: হাট পাঙ্গাসী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS